২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

২০২৩ সালের এসএসসি পরীক্ষার লেখাপড়া : ইসলাম ও নৈতিক শিক্ষা

অধ্যায় এক : আকাইদ ও নৈতিক জীবন
-

সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ‘অধ্যায় এক : আকাইদ ও নৈতিক জীবন’ থেকে আরো ১২টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
২৩। রিসালাত শব্দের অর্থ কী?
ক. পত্র প্রেরক
খ. চিঠি পৌঁছানো
গ. দূত প্রেরণ
ঘ. তাড়াতাড়ি পৌঁছানো
২৪। কিসের মূল কাঠামো এক ও অভিন্ন?
ক. তাওহিদের
খ. দ্বীনের
গ. কালিমার
ঘ. ঈমানের
২৫। নবী-রাসূলের আগমনের উদ্দেশ্য ছিল-
ক. মানুষকে হেদায়াত
খ. মূর্তিপূজা হতে বিরত রাখা
গ. অন্যায়ের প্রতিবাদ
ঘ. তাওহিদের প্রচার
২৬। নবী-রাসূলগণের পালনীয় দায়িত্ব ছিল-
i. সত্য ও সুন্দরের প্রতি আহ্বান
ii. সম্পদ ও প্রাচুর্য লাভের কৌশল
iii. দুনিয়া সম্পর্কে ধারণা প্রদান
নিচের কোনটি সঠিক?
ক. i, ii খ. i, iii গ. ii, iii ঘ. i, ii, iii
২৭। মুহাম্মদ (সা:)-কে বিশ^নবী বলার কারণ তিনি-
i. শেষ নবী
ii. শ্রেষ্ঠ নবী
iii. সব মানবজাতির নবী
নিচের কোনটি সঠিক?
ক. i, ii খ. i, iii গ. ii, iii ঘ. i, ii, iii
২৮। নবুওয়াত ও রিসালাতের শিক্ষা এনে দেয়-
ক. শান্তি ও শৃঙ্খলা
খ. সুখ ও প্রতিপত্তি
গ. ধনদৌলত ও শান্তি
ঘ. সম্মান ও নেতৃত্ব
২৯। আল-মাজীদ শব্দের অর্থ কী?
ক. নিরাময় খ. সদুপদেশ
গ. সম্মানিত ঘ. উপদেশ
৩০। আসমানি কিতাব হলো-
ক. আল্লাহর বাণীসমষ্টি
খ. নবীদের বাণীসমষ্টি
গ. রাসূলগণের বাণীসমষ্টি
ঘ. শেষ নবীর বাণীসমষ্টি
৩১। আল কুরআন সর্বশ্রেষ্ঠ মর্যাদাসম্পন্ন গ্রন্থ। কারণ এটি-
i. তুলনাহীন একটি গ্রন্থ
ii. জ্ঞানবিজ্ঞানের উৎস
iii. প্রয়োজনীয় সব বিষয়ের দিকনির্দেশক
নিচের কোনটি সঠিক?
ক. i, ii খ. i, iii গ. ii, iii ঘ. i, ii, iii
৩২। আসমানি কিতাবের বিষয়বস্তু-
i. উপদেশ ও সুসংবাদ
ii. আল্লাহ তায়ালার সত্তাগত পরিচয়
iii. অবাধ্য কাফিরদের পরিণতির বিবরণ
নিচের কোনটি সঠিক?
ক. i, ii খ. i, iii গ. ii, iii ঘ. i, ii, iii
৩৩। সর্বশেষ কিতাবে অবিশ^াস করলে-
i. ঈমানের প্রতিটি মূল বিষয়ে অবিশ^াস করা হয়
ii. রাসূলুল্লাহ (সা:)-কে অবিশ^াস করা হয়
iii. আল্লাহকে অবিশ^াস করা হয়
নিচের কোনটি সঠিক?
ক. i, ii খ. i, iii
গ. ii, iii ঘ. i, ii, iii
৩৪। শিক্ষা-
ক. অন্তরের চক্ষুকে খুলে দেয়
খ. আত্মাকে নাড়া দেয়
গ. চক্ষুকে মুদে দেয়
ঘ. হৃদয় আলোড়িত করে
উত্তর : ২৩.খ, ২৪.খ, ২৫.ক, ২৬. খ, ২৭. ঘ, ২৮.ক, ২৯. গ, ৩০. ক, ৩১. ঘ, ৩২. ঘ, ৩৩. ঘ, ৩৪. ক।


আরো সংবাদ



premium cement
আনিসুল, সালমান ও জিয়াকে ‘রক্ষার চেষ্টাকারী’র বিরুদ্ধে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ের আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিস কর্মীকে ট্রাকের চাপা মোহাম্মদপুরে বাসমালিককে হত্যা মাঝরাতে সচিবালয়ে আগুন, নিয়ন্ত্রণে ১৮ ইউনিট রাজধানীর ফুটপাথ পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিখোঁজের ৪ দিন পর কেন্দ্রীয় সহসমন্বয়ক খালেদ ফিরেছেন মোহাম্মদপুরে বাস মালিককে হত্যা উত্তরায় এপিবিএনের সামনে ট্রাক চাপায় অজ্ঞাত ব্যক্তি নিহত দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় জনগণ বিক্ষুব্ধ চাঁদপুরে জাহাজে ৭ খুনের মোটিভ শিগগিরই জানতে পারবো : স্বরাষ্ট্র উপদেষ্টা উন্নয়ন কর্মসূচিতে বড় কাটছাঁট

সকল